গাজার উত্তরাঞ্চলে ইন্দোনেশিয়া হাসপাতালকে টার্গেট করলো ইসরায়েল

|

ছবি: আনাদোলু এজেন্সি

আল শিফার পর এবার গাজার উত্তরাঞ্চলের ইন্দোনেশিয়া হাসপাতালকে টার্গেট করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার (১৯ নভেম্বর) পুরোপুরি বন্ধ হয়ে গেছে চিকিৎসাকেন্দ্রটির কার্যক্রম। খবর আল জাজিরার।

সকালে হাসপাতাল প্রাঙ্গণে ব্যাপক বোমা বর্ষণ করে দখলদাররা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী, চিকিৎসক ও আশ্রয় নেয়া বাসিন্দাদের মাঝে। তবে কোনো হতাহতের খবর এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, জ্বালানি সরবরাহ বন্ধ এবং বিদ্যুৎ-পানির লাইন কেটে দেয়ায় রোগীদের কোনো সেবা দিতে পারছেন না চিকিৎসকরা। বন্ধ হয়ে গেছে আইসিইউ পরিষেবা। চিকিৎসকরা জানান, জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে না পারায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অর্ধশতাধিক রোগী। ১৪০ শয্যার হাসপাতালটিতে বর্তমানে ৫ শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে অভিযান চালালে বিপুল বেসামরিকের প্রাণহানি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে ১২ হাজার ৩শ’। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ২ হাজারের বেশি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply