উত্তরাখণ্ডে টানেল ধস: এক সপ্তাহ পরও উদ্ধার হয়নি আটকা পড়া ৪১ শ্রমিক

|

ছবি: সংগৃহীত

এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ভারতের উত্তরাখণ্ডে টানেলে আটকে পড়া ৪১ শ্রমিককে। রোববার (১৯ নভেম্বর) এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

গত তিনদিন ধরে বিশেষায়িত এক ড্রিল মেশিন দিয়ে মাটিতে গর্ত করে তাদের উদ্ধারের চেষ্টা চলছিলো। টানেলের ভেতর ধসে পড়া মাটি ছাড়াও বড় বড় বোল্ডার থাকায় ব্যাহত হচ্ছিলো ড্রিল কার্যক্রম। প্রতিবন্ধকতা এড়িয়েই চলছিলো কাজ চালানোর চেষ্টা। তবে শুক্রবার ভেঙে যায় মেশিনটি। তাই আপাতত বন্ধ রয়েছে উদ্ধার কাজ। তবে পাইপের মাধ্যমে আটকে পড়াদের কাছে পৌঁছানো হচ্ছে খাবার, পানি ও ওষুধ।

সংশ্লিষ্টরা জানান, টানেল থেকে তাদের বের করে আনতে সময় লাগবে আরও ৪ থেকে ৫ দিন। যদিও ওই ৪১ শ্রমিককে উদ্ধার করতে পাঁচটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

প্রসঙ্গত, গত রোববার (১২ নভেম্বর) ভোরে উত্তরাখণ্ডের একটি সংযোগকারী টানেলের ৫০ মিটারের মতো অংশ আকস্মিক ধসে পড়ে। ভেতরে আটকা পড়েন ৪০ নির্মাণ শ্রমিক। এরপর কেটে গেছে ৭ দিনেরও বেশি সময়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply