গাজায় সাহায্যের জন্য বাইডেনের প্রতি আহ্বান মাহমুদ আব্বাসের

|

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

তেলআবিবকে চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের প্রতি দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শনিবার (১৮ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে এমন কথা বলেন তিনি। খবর মিডল ইস্ট মনিটরের।

মাহমুদ আব্বাস বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের অবস্থান ও প্রভাবের জন্য প্রেসিডেন্ট বাইডেনের ওপরও বিশেষ দায়িত্ব বর্তায়। তাই তার উদ্দেশে বলতে চাই, আপনার সব মানবিকতা দিয়ে এই বিপর্যয় ঠেকাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জানাচ্ছি।

আব্বাস আরও বলেন, ফিলিস্তিনি জনগণ নিজেদের মাটিতে স্বাধীনভাবে বসবাসের যোগ্য। ইতিহাস কাউকে ক্ষমা করবে না। ইসরায়েলের এই গণহত্যা ‘আত্মরক্ষা’ হয় কীভাবে? এটা যুদ্ধাপরাধ। এর বিচার হওয়া উচিত বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে ১২ হাজার ৩শ’। ইসরায়েলে মৃত্যু হয়েছে ১২শ’র বেশি বেসামরিক মানুষ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply