দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতৃত্বাধীন জোট। সোমবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু।
জোটবদ্ধভাবে নির্বাচন করার আবেদনের শেষদিন শনিবার থাকলেও এনপিপির নেতৃত্বাধীন জোটটি নির্বাচন কমিশনে আবেদন করে রোববার। সেক্ষেত্রে, ইসির পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেলে এককভাবে নির্বাচন করবে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি।
আগামী নির্বাচনে প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা প্রশাসনকে নিশ্চিত করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। দলটি মনে করে, সরকার পরিচালনায় মুক্তিযুদ্ধের চেতনায় দেশে সকল ক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, সুষ্ঠু গণতন্ত্রের বিকাশ এবং সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। মঙ্গলবার থেকে এনপিপি কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
এসজেড/
Leave a reply