যমুনা টিভির রিপোর্টার শাকিলকে হত্যাচেষ্টা মামলায় আসামিদের সাজা বাড়াতে আপিল

|

যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ভিডিও জার্নালিস্ট শাহিন আলম হত্যাচেষ্টা মামলায় আসামিদের সাজা বাড়াতে মহানগর দায়রা জজ আদালতে আপিল করা হয়েছে।

সাজা বৃদ্ধির জন্য সোমবার (২০ নভেম্বর) আপিল দায়ের করেন বাদীর আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া। তিনি জানান, সাক্ষ্য ও নথিতে মামলাটি প্রমাণ করতে পেরেছি। তবে দৃষ্টান্তমূলক সাজা প্রত্যাশা করেছিলাম। সেটা না হওয়ায় আপিল দায়ের করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ৩০ মে আসামি রহিম, জব্বার ও জাকিরকে ৪ মাস করে কারাদণ্ড দেয় সিএমএম আদালত। এ সময় ৩ আসামিকে খালাস দেয়া হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালে পুরান ঢাকায় অবৈধ পলিথিন উৎপাদন নিয়ে অনুসন্ধানি প্রতিবেদন করতে গিয়েছিলেন যমুনা টিভি সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ভিডিও জার্নালিস্ট শাহিন আলম। ফুটেজ নেয়ার সময় কারখানার মালিকরা টের পেয়ে তাদের ওপর হামলা করেন। এ সময় তাদেরকে হত্যার চেষ্টাও করা হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply