দুই-একটি দল আসলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে, যদি জনগণ অংশগ্রহণ করে। এক্ষেত্রে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না। বলেছেন ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে তোপখানায় ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয়ে সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের সময় এ মন্তব্য করেন তিনি।
সম্প্রতি বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গত সোমবার (১৩ নভেম্বর) ওই চিঠির তথ্যটি প্রকাশিত হয় গণমাধ্যমে। তিন দলকে দেয়া ডোনাল্ড লুর এই চিঠিকে দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেন মেনন।
তিনি বলেন, শর্ত ত্যাগ ও সহিংসতা বন্ধ করলে সংলাপ হতে পারে। এ সরকারের আমলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি, ভবিষ্যতেও হবে না বলে মনে করেন তিনি।
তিনি জানান, এবার দল থেকে ৩০টি মনোনয়ন ফর্ম বিক্রি করা হবে। এখন পর্যন্ত ২০ জন মনোনয়ন কিনেছেন। হাতুড়ি প্রতীকে নির্বাচনে অংশ নেবেন দলীয় প্রার্থীরা।
/এএম
Leave a reply