দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে লড়তে চান চিত্রনায়িকা মাহিয়া মাহি। সে লক্ষ্যে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মাহি। বলেন, তৃণমূলের মন্তব্য নিয়ে যদি যাচাই-বাছাই করা হয়, তবে অবশ্যই মনোনয়ন পাবেন তিনি।
নির্বাচনে জিতলে এলাকার মানুষের জন্য কী করবেন, এমন প্রশ্নের জবাবে মাহি জানান, চাঁপাইনবাবগঞ্জের নারীদের কর্মসংস্থানের জন্য কাজ করতে চান। কৃষিনির্ভর এলাকা হওয়ায় চাষিরা যাতে তাদের শ্রমের ন্যায্য মূল্য পায়, সেটি নিয়েও কাজ করবেন।
মাহি আরও বলেন, ছোটবেলা থেকেই তিনি আওয়ামী লীগকে মনে লালন করেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার পর থেকে তিনি ধ্যানে জ্ঞানে আওয়ামী লীগকে অনুসরণ করেন এবং প্রধানমন্ত্রীর সব নির্দেশনা মেনে চলেন। নিজেকে আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দাবি করেন মাহিয়া মাহি।
এএস/
Leave a reply