হরতাল: ৪১ ঘণ্টায় ১৯ যানবাহনে আগুন

|

বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সারাদেশে ডাকা ৪৮ ঘণ্টা হরতালকে ঘিরে ১৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৯টি যানবাহন পুড়েছে। রোববার (১৯ নভেম্বর) রাত ১টা থেকে সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে এসব আগুনের ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

সংস্থাটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগুনের এসব ঘটনার তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অগ্নিসংযোগের মধ্যে ঢাকা মহানগরীতে ঘটেছে ৪টি। মহানগরীর বাইরে ঢাকা বিভাগে ১টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) ৭টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) ৪টি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) ১টি আগুনের ঘটনা ঘটে। এসব অগ্নিসংযোগে ১০টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, ১টি সিএনজি, ১টি ট্রেন (৩ বগি) পুড়ে যায়।

এসব ঘটনায় আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩১টি ইউনিট ও ১৫৬ কর্মী কাজ করে।

উল্লেখ্য, সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর এই হরতাল গতকাল রোববার ভোর ৬টায় শুরু হয়। যা এখনও চলছে, কাল মঙ্গলবার ভোর ৬টায় শেষ হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply