ওপেনএআই’র প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ খোয়ানোর পর মাইক্রোসফটে যোগ দিচ্ছেন চ্যাটজিপিটির নির্মাতা স্যাম অল্টম্যান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সোমবার (২০ নভেম্বর) এই ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের চেয়ারম্যান সত্য নাদেলা।
স্যাম অল্টম্যান মাইক্রোসফটেন যোগ দিয়ে ‘একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব’ দেবেন। তার সঙ্গে যোগ দিচ্ছেন ওপেনএআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট গ্রেগ ব্রোকম্যান। তিনি প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ছিলেন। স্যাম অল্টম্যান চাকরি হারালে গ্রেগ ব্রোকম্যান ওপেনএআই’র পদ ছাড়ার ঘোষণা দেন। একইসঙ্গে কোম্পানিটির আরও অনেক কর্মী পদত্যাগ করেন।
সত্য নাদেলা তার পোস্টে লিখেছেন, আমরা অত্যন্ত আননন্দের সঙ্গে জানাচ্ছি, স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যান একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দিতে মাইক্রোসফটে যোগ দিচ্ছেন। স্যাম অল্টম্যান এই গবেষণা দলের সিইও হবেন।
উল্লেখ্য, ওপেনএআই’র সবচেয়ে বড় বিনিয়োগকারী হচ্ছে মাইক্রোসফট। আর চ্যাটজিপিটির স্রষ্টা হিসেবেই পরিচিত স্যাম অল্টম্যান।
/এমএন
Leave a reply