আল শিফার পর ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরায়েলি বর্বরতা

|

গাজায় ইন্দোনেশিয়ান হাসপাতালের সামনে ইসরায়েলের ট্যাঙ্ক। ছবি-সংগৃহীত

অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় বর্বরতার রেশ না কাটতেই এবার উত্তরাঞ্চলের ইন্দোনেশিয়ান হাসপাতালে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার (২০ নভেম্বর) রাতভর চালানো আগ্রাসনে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন ফিলিস্তিনি। খবর আল জাজিরার।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি ট্যাংক থেকে সেখানে গোলাবর্ষণ করা হয়। ক্ষতিগ্রস্থ হয়েছে অপারেশন থিয়েটার। হাসপাতাল প্রাঙ্গনে অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। রেডক্রসের সহযোগিতায় উদ্ধার পেয়েছেন ২০০ রোগী। হাসপাতালে এখনও প্রায় ৭০০ রোগী এবং ৫ হাজার মানুষ আশ্রয় নিয়ে রয়েছেন। হাসপাতালটি ঘেরাও করে রেখেছে ইসরায়েলি বাহিনী।

এর আগে, আগ্রাসন চালানো হয় উপত্যাকার সবচেয়ে বড় চিকিৎসা সেবাকেন্দ্র আল শিফা হাসপাতালে। এখন পর্যন্ত উপত্যকায় ১৩ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে সাড়ে ৫ হাজারই শিশু।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply