ছবি: মিস ইউনিভার্স নিকারাগুয়ার শেনিস প্যালাসিওস

|

মিস ইউনিভার্স নিকারাগুয়ার শেনিস প্যালাসিওসকে বিজয়ী ঘোষণার পর মুকুট পরানোর সময় তোলা একটি ছবি। গেটি ইমেজ।

আহাদুল ইসলাম:

মিস ইউনিভার্স ৭২তম আসরের মুকুট জিতেছেন নিকারাগুয়ার শেনিস প্যালাসিওস।

নিকারাগুয়া থেকে তিনিই প্রথম এই প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। এবারের আসরে মোট ৮৪ জন নারী মুকুটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মিস ইউনিভার্স ৭২তম আসরে, নিকারাগুয়ার শেনিস প্যালাসিওসকে যে মুকুটটি পরানো হয়েছে তার দাম ৫ মিলিয়ন ডলার। মূল্যবান এই মুকুট ছাড়াও নগদ ২ লাখ ৫০ হাজার ডলার নিয়ে যাবেন বাড়িতে। এর বাইরে বিভিন্ন বাণিজ্যিক চুক্তিতো থাকছেই।
এদিকে, মিস থাইল্যান্ড অ্যানটোনিয়া পোরসিল্ড প্রথম রানার-আপ এবং মিস অস্ট্রেলিয়া মোরায়া উইলসন দ্বিতীয় রানার-আপ হয়েছেন।
যে প্রশ্নোত্তরটি প্যালাসিওসকে মুকুট জিতিয়েছে বলে মনে হচ্ছে, সেটি হলো, কোন নারীর ভূমিকায় তিনি এক বছর কাটাতে চান। প্যালাসিওস আত্মবিশ্বাসের সাথে উত্তর দেন, ১৮ শতকের ইংরেজ লেখক এবং দার্শনিক মেরি ওলস্টোনক্রাফট। ওলস্টোনক্রাফট ছিলেন নারী অধিকারের একজন প্রবক্তা। তাকে নারীবাদের অন্যতম অগ্রদূত বলে বিবেচনা করা হয়।
প্যালাসিওস বলেন, তিনি নারী-পুরুষের বেতন বৈষম্যের অবসান ঘটাতে কাজ করতে চান, যাতে নারীরা যেকোনো ক্ষেত্রে কাজ করতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply