বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় সরকারদলীয় লোকজন দায়ী বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। দুপুরে রাজধানীর শাহজাহানপুরের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয়তাবাদী মহিলা দলের এই সভানেত্রী।
আফরোজা আব্বাস বলেন, দারোয়ান দেখেছে মোটরসাইকেলে ২ জন কালো পোশাক পরে এসেছিল। তারা হেলমেট পরাও ছিল। টহলে থাকা পুলিশ তাদের না ধরে পালিয়ে যেতে সহযোগিতা করেছে।
আফরোজা আব্বাস আরও বলেন, শুধু বলে এসব করে ছাত্রদল-যুবদল। নিজেরা তাণ্ডব চালিয়ে দায় চাপায় বিরোধীদলের ওপর। পুলিশ প্রশ্রয় না দিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা এসব করতে পারত না। সরকারদলীয় সন্ত্রাসীরা প্রশাসনের সহযোগিতায় এসব ঘটাচ্ছে।
তিনি বলেন, সকাল ৮ থেকে সোয়া আটটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। থানায় ফোন দেয়ার পর পুলিশ এসে অবিস্ফোরিত একটি ককটেল নিয়ে যায়।
আফরোজা আব্বাস অভিযোগ করেন, প্রতিকার চাইলে উল্টো মামলার ঝুঁকি আছে। মির্জা আব্বাস জেলে, তবুও হেলমাটবাহিনী এসব ঘটাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
/এমএইচ
Leave a reply