স্টাফ করেসপনডেন্ট, হবিগঞ্জ:
হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণের মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাহিদুল হক।
দণ্ডপ্রাপ্তরা হলো উপজেলার গরমছড়ি এলাকার শফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) ও একই এলাকার হোসেন আলীর ছেলে সালাহউদ্দিন (২০)। রায় ঘোষণার সময় শাকিল আহমেদ হবিগঞ্জ কারাগারে এবং সালাউদ্দিন পলাতক ছিলো।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২ অক্টোবর রাত ৮টার দিকে চুনারুঘাট উপজেলার রানিগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকায় পূর্ব পরিচিত শাকিল ও সালাহউদ্দিন ধর্ষণের শিকার মা-মেয়ের বাড়িতে গিয়ে ডাকাডাকি করে। এক পর্যায়ে তারা কৌশলে ঘরে ঢুকে মা ও মেয়েকে হাত-মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার ৪ অক্টোবর ভুক্তভোগী মেয়ে বাদী হয়ে ৩ জনের নাম সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করে।
মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে ১০ জনেরই স্বাক্ষ্য গ্রহন শেষে আজ বিচারক এই রায় দেন।
এএস/
Leave a reply