অবশেষে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে চীনে যাচ্ছেন জেসিয়া ইসলাম। নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্ক ও তথ্য গোপনের অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে জান্নাতুল নাঈম এভ্রিলের খেতাব বাতিল করে জেসিয়াকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে আয়োজক কমিটি।
রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক অন্তর শোবিজ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রান্ড ফিনালেতে গত শুক্রবার জান্নাতুল নাঈম পেয়েছিলেন ৫১ নম্বর, জেসিয়া ইসলাম পেয়েছিলেন ৪৮, জান্নাতুল সুমাইয়া পেয়েছিলেন ৪৭ নম্বর। সে অনুযায়ী, দ্বিতীয় রানার আপ জেসিয়াকে নতুন খেতাবধারী হিসেবে ঘোষণা করা হলো।
শুক্রবার জান্নাতুল নাঈমকে চ্যাম্পিয়ন ঘোষণার পর প্রশ্ন ওঠে আয়োজকদের বিবেচনাতেই তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এক্ষেত্রে বিচারকদের নম্বরকে উপেক্ষা করা হয় বলে খবরে প্রকাশ। এরপর খবর পাওয়া যায় চ্যাম্পিয়ন জান্নাতুল নাঈম বিয়ের বিষয় গোপন করেছেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়।
আগামী ১৪ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত হবে ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা।
Leave a reply