নির্বাচন পর্যবেক্ষণে এখন পর্যন্ত বিদেশিদের কাছ থেকে ৪৪টি আবেদন জমা পড়েছে ইসিতে। এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ ১২টি দেশ ও ৪ সংস্থা। এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের এনডিআই-আইআরআই, আফ্রিকান ইলেক্ট্ররাল ইউনিয়ন ও সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরাম।
এছাড়া অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানি, উগান্ডা ও ভারত থেকেও ব্যক্তিগতভাবে নির্বাচন পর্যবেক্ষণের আবেদন জানানো হয়েছে। এর মধ্যে উগান্ডা থেকেই ১১টি আবেদন এসেছে।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। আজ বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের শেষ দিন ছিল। তবে কেউ কেউ সময় বৃদ্ধিতে আবেদন করলে তা আরও বাড়ানো হয়েছে। সময় বাড়িয়ে আবেদনের শেষ সময় ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
এর আগে, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী দল পরিদর্শনে এসেছিল। ঢাকা সফররত কমনওয়েলথের দলটি এখন দেশের বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক করছে। নির্বাচন পর্যবেক্ষণ করবে কি না সে সিদ্ধান্ত নিতেই তাদের বাংলাদেশ সফর।
/এমএন
Leave a reply