Toggle navigation
জাতীয়
আন্তর্জাতিক
সারাদেশ
খেলাধুলা
বিনোদন
ক্যাম্পাস
ভিডিও
Next Post
ত্বক-চুল ভাল রাখতে খান কোলাজেন সমৃদ্ধ খাবার
খাবারদাবার
|
22nd November, 2023 3:08 pm
মডেল: লিওনেল মেসির স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো। ছবি: গেটি ইমেজ।
আহাদুল ইসলাম:
ডায়েট ট্রেন্ডে বিশেষভাবে উচ্চারিত হচ্ছে কোলাজেন শব্দটি। কোলাজেন হলো মানবশরীরের সৃষ্ট প্রাকৃতিক প্রোটিন। আমাদের শরীরের চুল, নখ, হাড়, পেশি, অস্থিসন্ধি ও ত্বকের গঠনে বিশেষ ভূমিকা রাখে এই প্রাকৃতিক প্রোটিন। রক্তনালি, চোখের মণি ও দাঁতেও কোলাজেন থাকে।
ত্বকের চমক বাড়ানো থেকে চুলের গোড়া মজবুত করা সবক্ষেত্রেই প্রয়োজন হয় এই প্রোটিনের। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেনের ঘাটতি শুরু হয়। তাছাড়াও অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া, দূষণ, ধূমপানের অভ্যাস এই প্রোটিন উৎপাদনের হার আরও কমিয়ে দেয়। ফলস্বরূপ, অকালেই চেহারায় বয়েসের ছাপ পড়ে এবং চামড়া ঝুলে যায়। ফলে ত্বকের তারুণ্য হারিয়ে যায়।
খাদ্যাভাসে বদল আনলে শরীরে কোলাজেনের ঘাটতি পূরণ করা সম্ভব। ত্বক ও চুল তরতাজা রাখতে কী খাবেন ভাবছেন? মূলত প্রাণীজ প্রোটিন কোলাজেনের ভাল উৎস। এমন কিছু শাকসবজি আছে যা শরীরে কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে।
প্রোটিন সমৃদ্ধ খাবার:
অ্যামিনো অ্যাসিড শরীরে কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাংস, ডিম, বিভিন্ন ধরনের বাদাম, টফু, কটেজ চিজ, মাছ, দুধ ইত্যদি শরীরে খেলে অ্যামিনো অ্যাসিডের মাত্রা বাড়ে। ফলে কোলাজেন উৎপাদনের হারও বেড়ে যায়।
জিঙ্ক
: শরীরে কোলাজেন উৎপাদন করতে জিঙ্কেরও প্রয়োজন রয়েছে। এটি কোলাজেন প্রোটিন ধ্বংস হতে বাঁধা দেয়। খাদ্যতালিকায় কুমড়োর বীজ, কাজুবাদাম, দুগ্ধজাতীয় খাবার রাখতে পারেন। এগুলিতে ভরপুর মাত্রায় জিঙ্ক থাকে।
ম্যাঙ্গানিজ
: শরীরে কোলাজেন উৎপাদনের জন্য প্রয়োজনীয় উৎসেচকগুলির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে ম্যাঙ্গানিজ। গোটা শস্য, বাদাম, ব্রাউন রাইস, সবুজ শাকসবজিতে ভরপুর মাত্রায় থাকে। তাই খাদ্যতালিকাই এই খাবারগুলি রাখতেই হবে।
ভিটামিন সি
: কোলাজেন উৎপাদনে এই ভিটামিনও বেশ উপকারী। ত্বক ও চুলের পরিচর্যার ক্ষেত্রে এই অ্যান্টি-অক্সিড্যান্টটির জুড়ি মেলা ভার। তাই ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে টক জাতীয় ফল, পেঁপে, টমেটো, লাল ও হলুদ বেলপেপার ইত্যাদি খাদ্যতালিকায় রাখতেই হবে।
সম্পর্কিত আরও পড়ুন
টয়লেটের ফ্ল্যাশের এই ২ বাটনের ব্যবহার জানেন কি?
বৃষ্টির দিনে দরকার গরম-গরম খিচুড়ি আর একটু আচার!
কাচ্চি নাকি তেহারি?
পরবর্তী সংবাদ
Share this on Facebook
Twitter
LinkedIn
Tumblr
Leave a reply
×
⊗
Leave a reply