Site icon Jamuna Television

অবরোধের নামে ক্ষয়ক্ষতির দায় বিএনপিকেই নিতে হবে: শাজাহান খান

অবরোধের নামে গাড়ি পোড়ানোসহ জানমালের যত ক্ষতি করা হচ্ছে, এর দায় বিএনপিকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি ও জামায়াতের অবরোধ-হরতাল, জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, শুধুমাত্র অনলাইনে ঘোষণা দিয়েই দেশের রাজনীতি করার চিন্তা করেছে বিএনপি। বিদেশে বসে বসে তারেক জিয়া দেশে অশান্তি সৃষ্টি করার চক্রান্ত করছে। দেশের মানুষ এসব অপরাজনীতি মেনে নেবে না।

সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর অবরোধ-হরতাল, জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এ সদস্য।

/এমএন

Exit mobile version