নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, কোনো পক্ষের প্রতি প্রভাবিত কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রশাসনে রদবদল হতে পারে। অযৌক্তিক কারণে কাউকে বদলি করা হবে না।
বুধবার (২২ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপে এ কথা বলেন তিনি। আরও বলেন, দলীয় অফিস থেকে মনোনয়ন ফরম কেনার সময় অনেক নেতাকর্মী নিয়ে যাওয়া আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না। যেহেতু লঙ্ঘন হচ্ছে না, তাই এ বিষয়ে ইসির কিছু করার নেই।
মো. আলমগীর বলেন, দলের জন্য কেউ ভোট চাইলে সেটাও আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না। তবে প্রার্থীরা গাড়ি ও মোটরবাইক নিয়ে শোডাউন করতে পারবে না। আইন ভঙ্গ করলে রিটার্নিং অফিসার ব্যবস্থা নেবে।
ভোটে পর্যবেক্ষক সম্পর্কে এ নির্বাচন কমিশনার জানান, অন্যান্য দেশের নির্বাচন কমিশনের যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা দেশে আসার পর স্থানীয় খরচ বহন করবে ইসি। আর অন্যরা নির্বাচন পর্যবেক্ষণ করতে এলে নিজেরা ব্যয় বহন করবে।
/এমএন
Leave a reply