জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাই। এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন তার দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে জাতিসংঘ।
তিনি বলেন, মিয়ানমারে গণতন্ত্র বিকাশের পথ তৈরি করতে কাজ করছে সেনাবাহিনী। তাই চলমান সশস্ত্র সংঘাত থামাতে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর সক্রিয়তার কোনো বিকল্প নেই। এসময় তিনি জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে কল্পনাপ্রসূত হিসেবে আখ্যা দেন।
মিন বলেন, রাখাইন নিয়ে কোনো দেশ বা সংস্থার অগ্রহণযোগ্য দাবি মেনে নেয়া হবে না। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে রোহিঙ্গা নির্যাতন নিয়ে প্রাথমিক তদন্ত শুরুর পর এই প্রথম জেনারেল মিন অং হ্লাই প্রকাশ্যে এ বিষয়ে কথা বললেন।
Leave a reply