টিসিবির জন্য কেনা হবে ১ কোটি ১০ লাখ লিটার ভোজ্যতেল

|

ফাইল ছবি।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আওতায় বিক্রির জন্য ১ কোটি ১০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে সরকার। এতে খরচ হবে ১৪৩ কোটি ১৮ লাখ টাকা।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এ সময় ব্রাক্ষণবাড়িয়া পৌরসভায় ১১ মেগাওয়াট ক্ষমতার বর্জ্য বিদ্যুৎপ্রকল্প নির্মাণের ক্রয় প্রস্তাব অনুমোদন পায়।

ফেনীর সোনাগাজী উপজেলার জন্য সোলারভিত্তিক একটি কেন্দ্রেরও অনুমোদন হয়। পাশাপাশি কাতার, সৌদি আরব ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি থেকে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের জন্য ৩৭২ কোটি টাকা ব্যয়ে ৯০ হাজার টন ইউরিয়া সার কেনার ৩টি প্রস্তাব অনুমোদন হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply