ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি, হাসপাতালে ১১৬২

|

ফাইল ছবি।

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬২ জন।

বুধবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ২২৯ জন এবং ঢাকার বাইরের ৯৩৩ জন। আর মৃতদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪ জন এবং ঢাকার বাইরের ৪ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ৩ লাখ ৪ হাজার ৬৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৬ হাজার ২৭১ জন। আর এক লাখ ৯৮ হাজার ৪২৭ জন ঢাকার বাইরের। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে দুই লাখ ৯৮ হাজার ৯৫০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে এক হাজার ৫৭০ জনের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply