সামরিক চুক্তি স্থগিত করলেন কিম জং উন, দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা

|

ফাইল ছবি

দক্ষিণ কোরিয়ার সাথে একটি সামরিক চুক্তি স্থগিত করেছে উত্তর কোরিয়া। এর ফলে, পুরোদমে প্রতিবেশী সীমান্ত এলাকায় অস্ত্র মোতায়েনসহ সব সামরিক কার্যক্রম শুরু করবে পিয়ংইয়ং। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চুক্তিটি স্থগিতের ঘোষণা দেয় দেশটি। এতে নতুন করে আবার দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর রয়টার্সের।

জানা গেছে, ২০১৮ সালে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় সামরিক কার্যক্রম সীমিত রাখতে ‘ইন্টার কোরিয়ান কম্প্রিহেনসিভ মিলিটারি এগ্রিমেন্ট বা সিএমএ চুক্তি’ হয়। বুধবার উত্তর কোরিয়ার নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রতিবাদে চুক্তিটি আংশিক স্থগিতের ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়া। জবাবে দেশটির বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তুলে পুরোপুরি স্থগিতের সিদ্ধান্ত নেয় কিম জং উন।

চুক্তি স্থগিতের পাশাপাশি সীমান্তে আরও শক্তিশালী সমরাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটি। আঞ্চলিক যুদ্ধের জন্য সিউল দায়ি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply