ধর্মের প্রতি পারস্পরিক শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান প্রধান বিচারপতির

|

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান- ফাইল ছবি

ধর্মের প্রতি পারস্পরিক শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান জাতীয় অগ্রগতির মূল ভিত্তি। ভেদাভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীল মনোভাব নিয়ে সকলকে এগিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত ‘বিজয়া পুনর্মিলনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা নয়। ধর্মনিরপেক্ষতা এমন একটি চেতনাকে লালন করে যা সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার পরিবেশ সৃষ্টি করে।

তিনি আরও বলেন, সব ধর্মের মিলিত সংস্কৃতি আমাদের বাঙালি সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সবাইকে ধারণ করার আহ্বান জানান।

/আরএইচ/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply