তিন শিশুসহ পাঁচজনকে ছুরিকাঘাতের ঘটনায় আয়ারল্যান্ডে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ডাবলিনে পুলিশের সাথে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। খবর ডয়েচে ভেলের।
এসময় বাস ও পুলিশের গাড়িসহ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়া হয়। দোকানপাটে লুটপাট চালানোর ঘটনাও ঘটে। আতশবাজি পুড়িয়ে জানানো হয় প্রতিবাদ। সাম্প্রতিক সময়ে এতো বড় বিক্ষোভের মুখোমুখি হয়নি দেশটি। পরিস্থিতি সামাল দিতে দাঙ্গা পুলিশ নামিয়েছে সরকার।
আবাসন সংকটের কারণে দেশটির শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের প্রতি সাধারণ মানুষের অসন্তোষ বেড়েছে। পুলিশের দাবি, সন্দেহভাজন হামলাকারীর পরিচয় নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর কারণে সূত্রপাত এই বিক্ষোভের। এমন দাঙ্গার জন্য পুলিশ ‘ভুল তথ্য’ ও উগ্র ডানপন্থীদের দায়ী করেছে।
/এএম
Leave a reply