যুদ্ধবিরতির পূর্বে হামাস কমান্ডার নিহত, হামলার ভিডিও প্রকাশ

|

গাজা উপত্যকায় ইসরায়েলি সৈন্যদের সাথে কথা বলছেন আইডিএফ চিফ অফ স্টাফ। ছবি: আইডিএফ

গাজা উপত্যকার খান ইউনিসে হামলা চালিয়ে এক হামাস কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আমর আবু জালালাহ নামের নিহত হামাস নেতাকে হত্যায় চালানো হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তেলআবিব। খবর টাইমস অব ইসরায়েলের।

দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, আবু জালালাহ হামাসের নৌ বাহিনীর কমান্ডার ছিলেন। সমুদ্রপথে ইসরায়েলে বেশকয়েকটি হামলা চেষ্টায় সরাসরি তিনি জড়িত বলেও দাবি তাদের।

কাতারের মধ্যস্ততায় চারদিনের যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর বৃহস্পতিবারও গাজাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। বেসামরিকদের ওপর চালিয়েছে হামলা। এখন যুদ্ধবিরতির পূর্বে এলো হামাস কমান্ডারের নিহত হওয়ার খবর। আজ থেকে শুরু হওয়া চার দিনের যুদ্ধবিরতির ক্ষেত্রে এই ঘটনার কোনো প্রভাব পড়বে কি? সময়ই তার জবাব দেবে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply