পঞ্চগড় করেসপনডেন্ট:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চৌদ্দ বছরের মেয়ের বাল্যবিবাহের আয়োজন করায় বাবা আজাহারুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না বলে বাবার কাছ থেকে মুচলেকাও নেয়া হয়।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার তিরনই হাট ইউনিয়নের বকশীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুল হাসান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, এদিন দুপুরে ইউপি সদস্য আজাহারুল ইসলাম তার চৌদ্দ বছরের মেয়ের বিয়ের আয়োজন করেন। গোপন সংবাদের ভিত্তিতে বিয়েবাড়িতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে মেয়ের বাবাকে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুল হাসান বলেন, সরকারি আইন অনুযায়ী মেয়েদের ১৮ বছর বয়সের নিচে বিয়ে দেয়া দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে বাল্যবিবাহ নিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
/আরএইচ /এএম
Leave a reply