সিলেট ব্যুরো:
পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন বলেছেন, আমেরিকা খুব বাস্তববাদী সরকার। অতীতের মতো এবারও সুন্দর সরকার গঠিত হওয়ার পর তারা আমাদের সমর্থন দেবে। শুক্রবার (২৪ নভেম্বর) সিলেটে হজরত শাহজালাল (র.) মাজার মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময়কালে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা বিজয়ের জাতি। ১৯৭১ সালেও অনেকে আমাদের সাথে ছিলেন না, কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা বিজয়ের জাতি; ওদের সাহায্যের প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, একটি কথা বলতে চাই- আমেরিকা খুবই বাস্তববাদী সরকার। তারা জিনিসটা ঘটে গেলে সমর্থন দেয়। ১৯৭১ সালে আমাদের সাথে ছিল না। কিন্তু ১৬ই ডিসেম্বরে আমরা যখন বিজয় অর্জন করলাম তারপর জাতিসংঘের সদস্য পদের জন্য আমরা প্রস্তাব করি, আমেরিকা আমাদের সে প্রস্তাবে ১৫ বার সমর্থন দিয়েছে। অন্য দেশ ভেটো দিয়েছে, চায়না ভেটো দিয়েছে। আমেরিকা দেখেছে যেহেতু বাংলাদেশ হয়ে গেছে, তারা বিশ্বাস করে বাস্তবতায়, আমাদের সুন্দর সরকার এসেছে তখন তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে। এবারও তা-ই হবে, তারা আমাদের সাপোর্ট দেবে। আমরা সে আশাই করি।
/এনকে
Leave a reply