হঠাৎ অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম

|

হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের জার্সিতে শেষবারের মতো দেখা গেছিল তাকে।

শুক্রবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এক্সবার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার এখনই সময়। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে অনেকবার ভেবেছি। এরপর সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় পিসিবিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অনেক বছর ধরেই সহায়তা করার জন্য পিসিবির প্রতি কৃতজ্ঞতা। পাকিস্তানের জার্সিতে প্রতিনিধিত্ব করা সত্যিই অনেক সম্মানের।

পিসিবি থেকে দেয়া বিবৃতিতেও ধন্যবাদ জানানো হয়েছে ইমাদ ওয়াসিমকে।

পাকিস্তানের হয়ে ৫৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩৪ বছর বয়সী ইমাদ। ৫টি অর্ধশতকসহ মোট ৯৮৬ রান করেছেন এবং উইকেট নিয়েছেন ৪৪টি। মূলত বাঁহাতি স্পিনার হলেও লোয়ার অর্ডারে তার ব্যাটিংয়ে ভরসা করতো পাকিস্তান।

আর টি-২০ ম্যাচ খেলেছেন ৬৬টি। এই ফরম্যাটে তার রান ৪৮৬ এবং উইকেট সংখ্যা ৬৫টি। তিনি তার দেশের হয়ে কোনো টেস্ট ম্যাচ খেলেননি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply