ডলারের দামে অস্থিরতা থাকলে পণ্যের দাম নিয়ন্ত্রণ কঠিন হবে: বাণিজ্যমন্ত্রী

|

ডলারের দামে অস্থিরতা থাকলে আমদানি নির্ভর পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। চিনির আমদানি শুল্ক কমিয়েও ডলারের বাড়তি দামের কারণে সুবিধা পাওয়া যায়নি। শনিবার (২৫ নভেম্বর) ভোক্তা অধিকার বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আলু উৎপাদন নিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে যে তথ্য দেয়া হচ্ছে তা সঠিক নয়। যে কারণে সময় মতো আমদানির সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। চিনির আমদানি শুল্ক কমানোর পরও তার সুফল না পাওয়ার কারণও ব্যাখ্যা করেন তিনি। ডিম ব্যবসায়ীরা বাড়তি মুনাফা করছেও বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

চূড়ান্ত পর্বের এই প্রতিযোগিতা শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এস এম সফিকুজ্জামান বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে সরকার। তবে কিছু অদৃশ্য কারণ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটাচ্ছে। যা বাজারকে অস্থির করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply