ইউক্রেনে রেকর্ড ড্রোন হামলা রুশ বাহিনীর

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার সাথে চলমান সংঘাতে সবচেয়ে বড় ড্রোন হামলার শিকার হয়েছে ইউক্রেন। শনিবার (২৫ নভেম্বর) ভোরে রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় এ ড্রোন হামলা চালানো হয়। ড্রোনগুলো ইরানের তৈরি শাহেদ ড্রোন বলে জানিয়েছে কিয়েভ। খবর বিবিসির।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, শনিবার রাশিয়া অন্তত ৭৫টি ড্রোন ছুঁড়েছে। এ সময় প্রায় ছয়ঘণ্টা কিয়েভজুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। তবে বেশিরভাগ ড্রোনই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি।

এদিকে, হামলায় কিয়েভের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে এখন পর্যন্ত ৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply