নিজ দেশে নতুন কর্মক্ষেত্রে ডোনাল্ড

|

ফাইল ছবি

বাংলাদেশের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কার কোচিং প্যানেলে যুক্ত হবেন এমন গুঞ্জন ছিল অ্যালান ডোনাল্ডকে নিয়ে। তবে প্রোটিয়া এই পেস কিংবদন্তি নিজ দেশে ফিরে পরিবারের কাছাকাছি থেকে চাকরি করতে চান বলে জানিয়েছিলেন। তার সে চাওয়া পূরণ হয়েছে। নিজ দেশ দক্ষিণ আফ্রিকাতেই নতুন কর্মক্ষেত্র খুঁজে পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ ডোনাল্ড।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্লাব ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের কোচিং স্টাফে যোগ দিয়েছেনে ডোনাল্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছে দলটি। ক্লাবটির প্রধান কোচ তারই স্বদেশী এবং বাংলাদেশ দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। ডোনাল্ডের সহকর্মী হিসেবে আছেন আরেক প্রোটিয়া তারকা হাশিম আমলা। তিনি লায়ন্সের ব্যাটিং কোচ।

সামাজিক মাধ্যমে এক পোস্টে ক্লাবটি বলে, প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন। আমাদের গর্ব ডোনাল্ডকে স্বাগত।

গত বছর মার্চে বাংলাদেশের কোচিং প্যানেলে যুক্ত হন ডোনাল্ড। তার সময়ে পেসারদের উন্নতিও ছিল চোখে পড়ার মতো। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ শেষে তিনি দায়িত্ব ছেড়েছেন তাসকিন-মোস্তাফিজদের।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply