সিলেটেও স্পিন স্বর্গ!

|

ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় পর টেস্ট ক্রিকেটের স্বাদ পেতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তবে ঢাকা কিংবা সিলেটে বাংলাদেশের টেস্ট ম্যাচ মানেই আধিপত্যটা থাকে স্পিনারদেরই। তাইতো এজাজ প্যাটেল, ইশ সৌধি, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্রর মতো একঝাঁক স্পিনার নিয়ে সফরে এসেছে নিউজিল্যান্ড।

২০১৮ সালে সিলেটে হওয়া একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষেও উইকেটে ছিল স্পিনারদের রাজত্ব। কিন্তু হয়েছিল হিতে বিপরীত। জিম্বাবুয়ের স্পিনেই কাবু হয়েছিল টাইগাররা। সেই বিষয়টিও মাথায় রেখেই অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন শান্ত-মুশফিকরা।

স্পিনারদের প্রাধান্য দিয়েই বানানো হয়েছে টাইগারদের দল। এই মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নেয়া তাইজুল আছেন বাংলাদেশ দলে। তার সঙ্গে থাকছেন নাঈম হাসান, হাসান মুরাদ ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশে পা রাখার পর গত দু’দিন সিলেটে অনুশীলন করেছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। যেখানে স্পিনারদের নিয়ে একটু বেশিই কাজ করছেন কোচরা।

এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে নিউজিল্যান্ড ও বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। দারুণভাবে শুরুটা রাঙাতে চায় দু’দলই।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply