সিলেটে নতুন গ্যাসের সন্ধান

|

সিলেট গ্যাস ফিল্ডের নতুন একটি জোনে গ্যাসের গ্যাসের সন্ধান মিলেছে। গোয়াইনঘাটের হাগলা হাওরের মাঝখানে অবস্থিত কূপটি। বর্ষায় ডুবে থাকলেও শুকনো মৌসুমে পানি থাকে না সেখানে।

কর্মকর্তারা জানান, ২০১৮ সালে ত্রিমাত্রিক ভূতাত্তিক জরিপে এখানে গ্যাসের সন্ধান পায় সিলেট গ্যাস ফিল্ড। এরপর পরীক্ষা নিরীক্ষার জন্য ১০ নম্বর কূপ হিসেবে এটি খনন শুরু করে চীনের একটি কোম্পানি। গত ৫ মাস খনন শেষে সেখানে মিলেছে সফলতা। এখানে ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে। যার সর্বনিম্ন বাজার মূল্য ৩ হাজার ৬০০ কোটি টাকা। প্রকল্পে ব্যয় হয়েছে ২০৩ কোটি টাকা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply