নৌকার টিকিটের ঘোষণা ৪টায়, কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড়

|

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা জানা যাবে আজ বিকেল ৪টায়। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর, সন্ধ্যা ৬টায় সবশেষ সভায় মিলিত হবেন আওয়ামী লীগ মনোনয়ন বোর্ডের সদস্যরা।

দেখা যায়, মনোনয়ন প্রার্থী তালিকার চূড়ান্ত ঘোষণা উপলক্ষ্যে সকাল থেকেই সভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। দুপুরের পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় করতে দেখা যায় দলের বিভিন্ন নেতাকর্মীদের। এ সময়, জনপ্রিয়তা যাচাই করেই দলীয় প্রতীক দেয়া হবে বলে আশা প্রকাশ করেন দলীয় নেতাকর্মীরা।

চূড়ান্ত তালিকায় মনোনিত অনেকের নাম আগেই শোনা যাচ্ছে এমন বিষয়ে গুঞ্জনে কান না দেয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা উপলক্ষ্যে দলীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে সকাল ১০ টায় আসন্ন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সব মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে দলটির সভাপতি শেখ হাসিনার। তার সরকারি বাসভবন গণভবনেই এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এমএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply