চট্টগ্রাম বিভাগে নৌকা পেলেন যারা

|

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর মধ্যে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে আপাতত প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। এই দুই আসনে পরে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয়। উল্লেখ্য, জাসদের সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনের বর্তমান সংসদ সদস্য। আর নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমান সংসদ সদস্য হচ্ছেন জাতীয় পার্টির সেলিম ওসমান।

গত ১৫ নভেম্বর চব্বিশের ভোটের ঘণ্টা বাজান নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাইবাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১৮ ডিসেম্বর নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়ে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে।

চব্বিশের ভোটে চট্টগ্রাম বিভাগে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন যারা, তারা হলেন—

ব্রাহ্মণবাড়িয়া জেলা:

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. শাহজাহান আলম, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ফয়জুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া-৬  আসনে ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।

কুমিল্লা জেলা:

কুমিল্লা-১ আসনে মো. আবদুস সবুর, কুমিল্লা-২ আসনে সেলিমা আহ্‌মাদ, কুমিল্লা-৩ আসনে ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা-৪ আসনে রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খান, কুমিল্লা-৬ আসনে আ ক ম বাহাউদ্দীন, কুমিল্লা-৭ আসনে প্রান গোপাল দত্ত, কুমিল্লা-৮ আসনে আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন, কুমিল্লা-৯ আসনে মো. তাজুল ইসলাম, কুমিল্লা-১০ আসনে    আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা-১১ আসনে মো. মুজিবুল হক নৌকা প্রতীক পেয়েছেন।

চাঁদপুর জেলা:

চাঁদপুর-১ আসনে সেলিম মাহমুদ, চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসাইন চৌধুরী, চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনি, চাঁদপুর-৪ আসনে মুহম্মদ শফিকুর রহমান এবং চাঁদপুর-৫ রফিকুল ইসলাম মনোনয়ন পেলেন।

ফেনী:

ফেনী-১ আসনে আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, ফেনী-২ আসনে নিজাম উদ্দিন হাজারী এবং ফেনী-৩ আসনে মো. আবুল বাশার মনোনয়ন পেয়েছেন।

নোয়াখালী জেলা:

নোয়াখালী-১ আসনে এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ আসনে মোরশেদ আলম, নোয়াখালী-৩ আসনে মো. মামুনুর রশীদ কিরন, নোয়াখালী-৪ আসনে মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ ওবায়দুল কাদের এবং নোয়াখালী-৬ মোহাম্মদ আলী মনোনয়ন পেয়েছেন।

লক্ষ্মীপুর জেলা:

লক্ষ্মীপুর-১ আসনে আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর-২ আসনে নূর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-৩ আসনে মোহাম্মদ গোলাম ফারুক এবং লক্ষ্মীপুর-৪ আসনে ফরিদুন্নাহার লাইলী মনোনয়ন পেয়েছেন।

চট্টগ্রাম জেলা:

চট্টগ্রাম-১ আসনে মাহাবুব উর রহমান, চট্টগ্রাম-২ আসনে খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৩ আসনে মাহফুজুর রহমান, চট্টগ্রাম-৪ আসনে  এস এম আল মামুন, চট্টগ্রাম-৫ আসসে মোহাম্মদ আবদুস সালাম, চট্টগ্রাম-৬ আসনে এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনে মোহাম্মদ হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ আসনে নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-৯ আসনে মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে মো. মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১ আসনে এম. আবদুল লতিফ, চট্টগ্রাম-১২ আসনে মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনে সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনে মো. নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন এবং চট্টগ্রাম-১৬ আসনে মোস্তাফিজুর রহমান চৌধুরী মনোনয়ন পেয়েছেন।

কক্সবাজার জেলা:

কক্সবাজার-১ আসনে সালাহ উদ্দীন আহমদ, কক্সবাজার-২ আসনে আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনে সাইমুম সরওয়ার কমল এবং কক্সবাজার-৪ আসনে শাহীন আক্তার মনোনয়ন পেয়েছেন।

পার্বত্য চট্টগ্রাম:

পার্বত্য অঞ্চলের তিন জেলার খাগড়াছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙ্গামাটিতে দীপংকর তালুকদার এবং বান্দরবানে বীর বাহাদুর উ শৈ সিং মনোনয়ন পেয়েছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply