বিএনপির ডাকে ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ। ২৮ অক্টোবর সমাবেশ-সহিংসতার পর এটি সপ্তম দফার অবরোধ।
সোমবার (২৭ নমেভবর) সকাল থেকেই রাস্তায় গণপরিবহন এবং ব্যক্তিগত গাড়ির চলাচল কিছুটা কম। এতে অফিসগামী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়েছেন কিছুটা ভোগান্তিতে। সময়ের সাথে যান চলাচল স্বাভাবিকের প্রত্যাশা সবার।
দেশব্যাপী সড়ক-রেল ও নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। তবে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার এবং জরুরি ঔষধ পরিবহণে ব্যবহৃত যানবাহন থাকবে অবরোধের আওতামুক্ত আছে।
অবরোধের প্রথমদিন, রাজধানীসহ বিভিন্ন জায়গায় মিছিল করে বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। এ দফার অবরোধ শেষ হবে মঙ্গলবার ভোরে।
এটিএম/
Leave a reply