গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাবো। কোনোকিছুই আমাদের থামাতে পারবে না।
গাজায় ইসরায়েলি বাহিনীর ক্যাম্প পরিদর্শন করে নেতানিয়াহু আরও বলেন, নিজেদের শক্তিমত্তা ও ক্ষমতার ওপর আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে। আমাদের লক্ষ্য অর্জনের বিষয়ে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ।
হামাস নির্মূল, জিম্মিদের উদ্ধার এবং নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।
যুদ্ধবিরতির মধ্যেই রোববার অবরুদ্ধ গাজা উপত্যকা পরিদর্শনে যান নেতানিয়াহু। যুদ্ধে অংশ নেয়া সেনাসদস্য ও কমান্ডারদের সাথে দেখা করেন। তাদের ‘ন্যাশনাল হিরো’ আখ্যা দেন নেতানিয়াহু।
/এআই
Leave a reply