নওগাঁয় বাসে ও হবিগঞ্জে পণ্যবাহী ট্রাকে আগুন

|

ছবি: নওগাঁর মহাদেবপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ছে বাস

নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি বাসে ও হবিগঞ্জ জেলার ধুলিয়াখালে একটি পণ্যবাহি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) আগুন দেয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার ভোরে নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা রাহি ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। টহল পুলিশের খবরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্তের কথা জানিয়েছে পুলিশ।

মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফুল রহমান বলেন, আগুনে বাসের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, সকাল ৮টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের ধুলিয়াখালে পণ্যবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের সব মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

/একে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply