দেশকে বিপজ্জনক খাদে ফেলার আগে নির্বাচন কমিশনকে সরে দাঁড়ানোর আহ্বান সাইফুল হকের

|

সরকারের ধমক খেয়ে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে বলে জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, নির্বাচন স্থগিতে সরকারের সম্মতি না থাকলে কমিশন পদত্যাগ করতে পারে। তাই রাষ্টকে বিপদে ফেলে, দেশকে বিপজ্জনক খাদে ফেলার আগে কমিশনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সোমবার (২৭ নভেম্বর) এসব কথা বলেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

এসময় আওয়ামী লীগের মনোনয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গুরুত্বপূর্ণ সিন্ডিকেটের সদস্য ও মাফিয়াদের আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে। যারা অর্থনৈতিক বিপর্যয়ের জন্য দায়ী, তাদের সবাইকে মনোনয়ন দেয়া হয়েছে। আওয়ামী লীগের বাইরে এই নীল নকশার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রাখার তৎপরতা চলছে বলেও মন্তব্য করেন সাইফুল হক।

তিনি বলেন, গণপ্রতিরোধের মধ্য দিয়ে পাল্টা জবাব দেবে জনগণ। আগামী নির্বাচন পর্যন্ত খেলা চালাতে পারবে না সরকার। ৩ দিনের জন্য মানুষ রাস্তায় নামলে সরকার পালাতেও পারবে না।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply