নির্বাচনের আগে গ্রেফতার বেশি হচ্ছে এমন প্রতিবেদন বাস্তবতা বিবর্জিত: অ্যাটর্নি জেনারেল

|

নির্বাচনের আগে গ্রেফতার বেশি হচ্ছে, হিউম্যান রাইটস ওয়াচের এমন প্রতিবেদন বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন। তিনি বলেছেন, যাদের সাজা হচ্ছে তার সবই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই করা হচ্ছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশে ২৮ অক্টোবরের আগে তো হরতাল অবরোধ ছিল না। এখন এসব করতে গিয়ে গাড়ি পুড়ছে, মানুষের জান-মালের ক্ষতি হচ্ছে। ফলে যারা করছে তাদের পুলিশ গ্রেফতার করছে।

তিনি বলেন, গত ৫ বছর দেশে কোনো হরতাল অবরোধ ছিল না। তাদের (হিউম্যান রাইটস ওয়াচ) যদি কোনো প্রতিবেদন দিতে হয়, তবে সম্পূর্ণ বিষয়টি অবগত হয়ে দেয়া উচিত।

তিনি আরও বলেন, না জেনে এ ধরনের কথা বলা দুর্ভাগ্যজনক এবং এটি সত্য না। কারণ সাক্ষ্য প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে বিচার করা সম্ভব না।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply