এখনও খোঁজ মেলেনি সাকিবের ফোনের

|

ফাইল ছবি

নৌকার টিকিট পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। তিন আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। শেষ পর্যন্ত আওয়ামী লীগ তাকে নৌকার কাণ্ডারি করেছে নিজ এলাকা মাগুরা-১ আসনে। রোববার (২৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলের মনোনয়ন পাওয়ার খুশির দিনে কিছুটা তিক্ত পরিস্থিতির মুখোমুখিও হন সাকিব। হারিয়ে ফেলেছেন নিজের ব্যবহার করা মোবাইল ফোনটি। পরে থানায় জিডিও করেছেন। তবে সোমবার (২৭ নভেম্বর) সকাল পর্যন্ত মোবাইল ফোনটির সন্ধান পায়নি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শেরে বাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, সোমবার সকাল পর্যন্ত মোবাইলটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেহেতু চুরি বা ছিনতাইয়ের অভিযোগ করেননি সাকিব, তাই হারিয়ে যাওয়া ফোন হিসেবেই উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে ওসি বলেছিলেন, সাকিবের ধারণা গণভবনের আশেপাশে তার ফোনটি হারিয়ে থাকতে পারে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply