উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে খুব শিগগিরই বৈঠকে বসার আশা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সাথে বৈঠকে এই আশাবাদ জানান তিনি।
এসময় তিনি বলেন উত্তর কোরিয়ার আচরণে এবং চিন্তাধারায় আগের চেয়ে অনেক পরিবর্তন এসেছে। দ্রুততম সময়ের মধ্যে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে চুক্তির আশাবাদও জানান তিনি। এসময় যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে নতুন বাণিজ্য চুক্তিও হয়। এই চুক্তিকে দু’দেশের সম্পর্কে নতুন সম্ভাবনা হিসেবে আখ্যা দেন ট্রাম্প।
তিনি বলেন, কোরীয় অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে সিউল-ওয়াশিংটনের সুসম্পর্কের কোনো বিকল্প নেই।
Leave a reply