নৌকা না পেয়ে স্বতন্ত্র লড়বেন চট্টগ্রামের হুইপ সামশুল

|

চট্টগ্রাম ব্যুরো:
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকেই চট্টগ্রামে আলোচনা চলছিল, কারা কারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে পারেন। সেই আলোচনায় শুরুতেই এলেন সামশুল হক চৌধুরী।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে তিনবারের সংসদ সদস্য সামশুল হক একাদশ জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করেছেন। এবার তাকে নৌকার মনোনয়ন-ই দেয়া হয়নি। তার আসনে নৌকা পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।

আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম-১২ থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তিনি। সোমবার (২৭ নভেম্বর) সকালে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আ.ক.ম শামসুজ্জামান চৌধুরী।

এ বিষয়ে হুইপ সামশুল হক বলেন, পটিয়ায় ৬ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। আরও ২ হাজার কোটি টাকার কাজ চলমান। সুখে-দুঃখে মানুষের পাশে ছিলাম। মানুষ চায় নির্বাচন করি। এলাকার সর্বস্তরের জনসাধারণের সাথে কথা বলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply