দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার দুর্গ খ্যাত রংপুর-৩ (সদর) আসনে মনোনয়ন নিয়ে দলের মধ্যকার টানাপোড়েন পুরনো। এই আসনে জাপার চেয়ারম্যান জি এম কাদের নাকি রওশন এরশাদের ছেলে ও বর্তমান সংসদ সদস্য সাদ এরশাদ মনোনয়ন পাবেন তা নিয়ে জল্পনা ছিল শুরু থেকেই। তবে অবশেষে এই রংপুর-৩ এ মনোনয়ন দেয়া হয়েছে দলের চেয়ারম্যান জিএম কাদেরকেই।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ২৮৯টি আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। সেখানে রংপুর-৩ এ সাদ এরশাদ মনোনয়ন চাননি বলে জানান তিনি।
এর আগে, দুই দফায় পাঁচ দিনব্যাপী দলটির মনোনয়ন ফরম বিতরণ শেষ হয় বৃহস্পতিবার। দলটির মনোনয়ন ফরম নেন ১ হাজার ৭৫২ জন। তার মধ্যে ২৮৯ আসনে মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় পার্টি। বাকি আসনগুলোর ব্যাপারে আগামী ২-১ দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান দলটির মহাসচিব।
এসজেড/
Leave a reply