বাংলাদেশে নতুন ডিজিটাল নিরাপত্তা আইন সমালোচকদের কণ্ঠরোধ করবে- এমন মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
গতকাল সংস্থাটির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের সাংবাদিকদের জোরালো বিরোধিতা সত্ত্বেও গত সপ্তাহে বাংলাদেশের জাতীয় সংসদ পাস করেছে ডিজিটাল নিরাপত্তা আইন। মুক্ত মত প্রকাশের ওপর এটি একটি বড় আঘাত।
এইচআরডব্লিউ বলেছে, ব্যাপক সমালোচিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) বদলে নতুন আইনটি তৈরি করা হয়েছে। এতে আগের আইনের সমস্যাযুক্ত বেশির ভাগ বিধানের পাশাপাশি শান্তিপূর্ণ মত প্রকাশকে অপরাধ হিসেবে গণ্য করে নতুন কিছু বিধানও যুক্ত করা হয়েছে।
এইচআরডব্লিউ’র এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড এডামস বলেছেন, নতুন ডিজিটাল নিরাপত্তা আইন হলো নির্যাতনের একটি অস্ত্র এবং বাংলাদেশ মুক্তমত প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক যেসব আইন মানতে বাধ্য সেগুলোর সুস্পষ্ট লঙ্ঘন। এতে কমপক্ষে ৫টি ধারা আছে, যা দিয়ে কথা বলা বা মতপ্রকাশকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
Leave a reply