গাজায় বাড়লো যুদ্ধবিরতির মেয়াদ, আরও ৬০ ফিলিস্তিনিকে ছাড়বে ইসরায়েল

|

মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মিদের নিয়ে একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার তেল আবিবের ইচিলভ হাসপাতালে পৌঁছেছে। ছবি: টাইমস অব ইসরায়েল।

গাজা উপত্যকায় বর্ধিত দু’দিনের যুদ্ধবিরতিতে ৫০ নারীসহ’ আরও ৬০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে। সোমবার (২৭ নভেম্বর) গভীর রাতে এই অনুমোদন দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এক প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, একইদিন ১১ জিম্মিকে হস্তান্তর করে হামাস। বিনিময়ে, ৩৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। সেই তালিকায় রয়েছেন তিন নারী এবং ৩০ শিশু।

স্থানীয় সময় সোমবার রাত ১২টা নাগাদ শেষ হওয়ার কথা ছিলো চারদিনের যুদ্ধবিরতি। এর আগেই, কাতার ও মিসরের মধ্যস্থতায় দুইদিন সময় বৃদ্ধি করা হয়। দিনভর আলোচনার পর ঐক্যমতে পৌঁছায় পক্ষগুলো।

দোহা কর্তৃপক্ষ জানায়, এই দু’দিনে আরও ২০ জিম্মিকে মুক্ত দেবার আলোচনা চলছে। যার বিনিময়ে মুক্তি পাবেন কমপক্ষে ৬০ ফিলিস্তিনি কারাবন্দি। গেলো দেড়মাসের সংঘাতে, ইসরায়েলি আগ্রাসনে ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply