দেড় মাসে তৃতীয়বারের মতো ইসরায়েল সফরে যাচ্ছেন ব্লিনকেন

|

অ্যান্ড্রুজ এয়ার ফোর্স বেসে ইসরায়েলে রওনা দেয়ার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ছবি: টাইমস অব ইসরায়েল।

দেড় মাসে তৃতীয়বারের মতো ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সোমবার (২৭ নভেম্বর) এ পরিকল্পনার কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, তেল আবিব ছাড়াও পশ্চিম তীরে যাবেন ব্লিনকেন। হামাসের কাছে জিম্মি বাকি বন্দিদের মুক্তি, হামাসের পাল্টা প্রতিরোধ থেকে ইসরায়েলি বেসামরিকদের সুরক্ষা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ইস্যুতে কথা বলবেন তিনি।

এছাড়াও গাজায় ইসরায়েলি অভিযানের সময় বেসামরিক প্রাণহানি এড়ানো ও মানবিক সহায়তা ইস্যুও থাকবে এজেন্ডায়। মঙ্গলবার বেলজিয়ামে ন্যাটোর পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন ব্লিনকেন। সেখান থেকে ইসরায়েলে যাবেন তিনি। নর্থ মেসিডোনিয়া ও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথাও রয়েছে তার।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply