ক্যাসিনোকাণ্ড: এনু-রুপনের ৭ বছর করে কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

|

ক্যাসিনোকাণ্ডে রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক এনু ও তার ভাই একই কমিটির সহ-সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়াকে অর্থপাচার মামলায় সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশও দেয়া হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) এ নির্দেশ দেন আদালত।

এর আগে, ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর এনু-রুপন ও তাদের দুই সহযোগীর বাসা থেকে ৫ কোটির বেশি টাকা, ৮ কেজি স্বর্ণ (৭০০ ভরি) ও ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় গেন্ডারিয়া, সূত্রাপুর ও ওয়ারী থানায় ৭টি মামলা হয়। ওই সময় এনু-রুপন এবং তাদের দুই সহযোগী হারুন অর রশিদ ও আবুল কালাম গা ঢাকা দেন।

পরে ২০২০ সালের ১৩ জানুয়ারি রাজধানীর কে গ্রেফতার করে পুলিশের সিআইডি বিভাগ। এসময় তাদের কাছ থেকে নগদ ৪০ লাখ টাকা, ১২টি মোবাইল ফোন, বাড়ির দলিলপত্র এবং ব্যাংকের কাগজপত্র উদ্ধার করা হয়। সে সময় মোট ২২টি জমির দলিল, ৫টি গাড়ির কাগজ এবং ৯১টি ব্যাংক হিসেবে ১৯ কোটি টাকার কাগজপত্র উদ্ধার করা হয়।

মূলত ক্যাসিনোর মাধ্যমে টাকার পাহাড় গড়ে তোলেন এই দুই ভাই। তাদের সেসব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিলেন আদালত।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply