বিএনপির কথায় মানুষের আস্থা নেই, জনগণ নির্বাচন উৎসবে ব্যস্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

|

বিএনপি বা তারেক রহমানের কথায় দেশের মানুষের আস্থা নেই। মানুষ এখন নির্বাচন উৎসবে ব্যস্ত। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের কোনো কিছু করার থাকে না তারাই সরকারের পতন ঘটাবে বলে ফাঁকা আওয়াজ দিচ্ছে। পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি নির্বাচনে না এসে সহিংসতার পথ খুঁজছে।

বিএনপি নেতারা কারাগারে এমন প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, তাদের যতগুলো নেতা কারাগারে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে। তারা ভাঙচুর করেছেন, বাস জ্বালিয়েছেন, মানুষ পুড়িয়েছেন। এসব ঘটনা আমরা শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা করেছি এবং তারা গ্রেফতার হয়েছেন। এছাড়াও তারা বিভিন্ন সময়ে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করেছে। বিনা কারণে কাউকে ধরা হয়নি।

তিনি বলেন, আগামী নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করার জন্য উন্মুখ হয়ে আছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে উল্লেখ করে বলেন, বিএনপি নির্বাচনে আসুক সেটা আওয়ামী লীগও চায়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply