গাজীপুর-৫ আসনে প্রার্থী হচ্ছেন তৃতীয় লিঙ্গের উর্মি

|

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে প্রার্থী হচ্ছেন তৃতীয় লিঙ্গের উর্মি। বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন তিনি। মঙ্গলবার (২৮ নভেম্বর) উর্মি নিজেই এ তথ্য জানিয়েছেন।

উর্মি জানিয়েছেন, বিএসপির হয়ে নির্বাচনে দাঁড়াতে তিনি গত ১৯ নভেম্বর গাজীপুর জেলা রিটার্নিং কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কাল বুধবার মনোনয়নপত্র জমা দেবেন।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এই আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

তার বিরুদ্ধে নির্বাচন করতে চাওয়া উর্মির বাড়ি গাজীপুর সদর উপজেলার পূবাইলের বাড়ইবাড়ি এলাকায়। তার দল বিএসপির নির্বচনী প্রতীক একতারা।

/এএস/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply